• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘বিভাজন চাই না’, অবাঙালি হিন্দুদের পাশে তৃণমূল

তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিভাজনের কথা বলছে বিজেপি। ওরা খালি বিভাজন চায়। আমরা বিভাজন চাই না। তবে তৃণমূল তৈরি আছে।

২০২৬-এর বিধানসভা ভোটে কোন ইস্যুতে বিজেপি জোর দেবে, তার এক ঝলক দেখা গিয়েছে এ-রাজ্যে। হিন্দু জাতীয়তাবাদের বিজেপির প্রচার দেখে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় বাঙালিয়ানায় জোর দিয়েছে তৃণমূল। এবার নদিয়ার কল্যাণীতে অবাঙালি হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রায় পায়ে পা মেলালেন তৃণমূলের নেতারা।

তৃণমূলের বক্তব্য, বিভাজনের কথা বলছে বিজেপি। ওরা খালি বিভাজন চায়। আমরা বিভাজন চাই না। তবে তৃণমূল তৈরি আছে। সেরকম কিছু হলে তৃণমূল তার মোকাবিলা করার জন্য সবরকমভাবে তৈরি আছে।

Advertisement

এদিন কল্যাণী পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকা। পুরোটাই অবাঙালি হিন্দুদের বসবাস। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যান এখানকার বাসিন্দারা। বিশাল শোভাযাত্রা করে বাসিন্দারা এলাকা থেকে পায়ে হেঁটে চরসরাটি গঙ্গার ঘাটে যান। এবার সেই শোভাযাত্রায় অবাঙালি হিন্দুদের পাশে দেখা গেল তৃণমূলের নেতাদের।

Advertisement

উপস্থিত ছিলেন, কল্যাণী পৌরসভার চেয়ারম্যান নিলিমেষ রায় চৌধুরী, কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি, নদিয়া দক্ষিণ জেলার আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী, সমাজসেবী মিন্টু দে।

কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি বলেন, প্রতিবছর এই ধর্মীয় শোভাযাত্রা হয়। আমরা বিভাজন চাই না। বিভাজনে বিশ্বাসী নই। বিভাজন চায় বিজেপি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মের মানুষদের পাশে রয়েছেন। সমাজসেবী মিন্টু দে বলেন, অনুষ্ঠানটির সঙ্গে আমি যুক্ত দীর্ঘদিন ধরে। আমরা সকল ধর্মের, সকল জাতির মানুষদের পাশে রয়েছি।

Advertisement