ইতিহাস! আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কেন্দ্রে প্রথম বারের জন্য জয়ী হল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৩০ হাজারেরও বেশি ভোটে হারালেন বিজেপি প্রার্থী রাহুল লোহারকে। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও মাদারিহাটে এর আগে কখনও ঘাসফুল ফোটেনি।
২০১৬ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে বিজেপির টিকিটি জয়ী হন মনোজ। সেই কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
Advertisement
একটা সময় মাদারিহাট বাম শরিক আরএসপি দুর্গ বলে পরিচিত ছিল। ১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত উত্তরবঙ্গের এই কেন্দ্রটি ছিল আরএসপি। ২০১১ সালে এই কেন্দ্রে জয়ী হয় বিজেপি। তারপর থেকে টানা ১৩ বছর এই কেন্দ্রটি বিজেপির দখলেই ছিল। এই প্রথমবার সেখানে জয়ের মুখ দেখল জোড়াফুল শিবির।
Advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিগুলির মধ্যে অন্যতম ছিল আলিপুরদুয়ার। কিছু কয়েক বছর যাবতই সেই জেলা চাড়া দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। মনোজ টিগ্গার একাধিপত্যের ক্ষুব্ধ ছিল বিজেপির একাংশ। এই বিষয়টিকেই কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়া মাদারিহাটে কৌশলগত ভাবে বাগান পিছু নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করা হয় তৃণমূলের তরফে।
আলিপুরদুয়ার কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাও ভোটের আগে একাধিকবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন। অনেকেই বলছেন, বার্লা অনুগামীরা এবারের ভোটে তৃণমূল প্রার্থী হয়েই বকলমে কাজ করেছেন। স্বয়ং বার্লাও ভোটের আগে বিজেপি সাংসদ মনোজকে নাম না করে নিশানা করেন।
Advertisement



