• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রাক্তন আচার্য মনমোহনের প্রয়াণে শোকের ছায়া বিশ্বভারতীতে, বাতিল পৌষমেলার একাধিক অনুষ্ঠান

মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন দীর্ঘদিন এই বিশ্বভারতীর উপাচার্য ছিলেন। সেসময় তিনি বিশ্বভারতীর সমাবর্তন উৎসবেও অংশগ্রহণ করেন।

ফাইল চিত্র

সদ্য প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশের প্রতিটি প্রান্তের মতো শোকের ছায়া নেমে আসে কবিগুরুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বিশ্বভারতীতেও। প্রাক্তন আচার্যের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন দীর্ঘদিন এই বিশ্বভারতীর উপাচার্য ছিলেন। সেসময় তিনি বিশ্বভারতীর সমাবর্তন উৎসবেও অংশগ্রহণ করেন। আর এবার পৌষমেলা চলাকালীন তাঁর প্রয়াণে শোকের ছায়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে মেলা প্রাঙ্গণেও ছড়িয়ে পড়েছে। ফলে মেলার সমস্ত সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে।

Advertisement

শুক্রবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বিজ্ঞপ্তি জারি করে মেলা প্রাঙ্গনের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন। পাশাপাশি, শান্তিনিকেতনের উপাসনা গৃহে প্রয়াত প্রাক্তন আচার্য মনমোহন সিংয়ের স্মরণে বিশেষ স্মরণ সভারও আয়োজন করা হয়েছে। প্রথা মেনে সম্ভবত আগামী সোমবার সেই স্মরণ সভা করা হবে।

Advertisement

Advertisement