• facebook
  • twitter
Friday, 4 October, 2024

তৃণমূলে যােগ দিলেন বিশ্বরূপ দে

বুধবার তৃণমূলে যােগ দিলেন বাংলা ক্রিকেট অ্যাসােসিয়েশনের প্রাক্তন যুগ্ম সচিব বিশ্বরূপ দে। দলে যােগ দিয়ে তিনি বলেন, আমি তৃণমূলের অন্ধভক্ত নই।

প্রতিকি ছবি (Photo: iStock)

বুধবার তৃণমূলে যােগ দিলেন বাংলা ক্রিকেট অ্যাসােসিয়েশনের প্রাক্তন যুগ্ম সচিব বিশ্বরূপ দে। দলে যােগ দিয়ে তিনি বলেন, আমি তৃণমূলের অন্ধভক্ত নই। আমার কাছে জীবনে স্পিরিটটাই বড় কথা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই স্পিরিটটা রয়েছে, তা দেখেই আমি তৃণমূলে যােগ দিয়েছি। বুধবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে নাম লেখালেন বিশ্বরূপ।

ক্রিকেটের মানুষ বিশ্বরূপ তাই কিছুটা ক্রিকেটীয় ভঙ্গিতে বলেন, নরেন্দ্র মােদি, অমিত শাহ এবং রাজ্যপাল কতভাবে মমতাকে আক্রমণ করেছেন। কিন্তু একা হাতে সবকিছু তিনি সামলেছে । কখনও হুক করে, কখনও স্ট্রেট ড্রাইভ করে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে পারেন একমাত্র মমতাই।