• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

দুটি বাইকের মুখােমুখি সংঘর্ষে আহত দুই

রবিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনার গোসাই বাজার এলাকায়।

(প্রতিনিধিত্বমূলক ছবি: iStock)

রবিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনার গোসাই বাজার এলাকায়।

স্থানীয় সুত্রে জানা যায় যে চন্দ্রকোনা টাউন থেকে এক বাইক আরােহী ঘাটাল যাচ্ছিল অপরদিকে ঘাটাল থেকে চন্দ্রকোনা বাজারে আসছিল আর এক বাইক বাইক আরােহী। চন্দ্রকোনার গোসাই বাজারে সংঘর্ষ হয়। যার ফলে রক্তাক্ত অবস্থায় দুই বাইক আরােহী মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাদেরকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। পুলিশ দুটি বাইক উদ্ধার করেছে। সেই সঙ্গে কি করে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে তবে দুই বাইক আরােহীর অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।