উপাচার্য নিয়োগ মামলায় রাজভবনকে দেওয়া আইনি লড়াইয়ের খরচ খতিয়ে দেখতে দুটি কমিটি গঠন

Written by SNS January 23, 2024 2:35 pm

কলকাতা, ২৩ জানুয়ারি: বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজভবনের আইনি লড়াই। আর রাজভবনের সেই লড়াইয়ে টাকার উৎস কী? জানতে চায়, রাজ্যের শিক্ষা দপ্তর। এজন্য রাজভবনকে টাকা জোগানোর অভিযোগ খতিয়ে দেখতে দুটি কমিটি গঠন করল রাজ্যের উচ্চ শিক্ষাদপ্তর। দুটি কমিটিতে চারজন করে মোট আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদের মধ্যে একটি কমিটি দশটি বিশ্ববিদ্যালয় এবং আরেকটি কমিটি নয়টি বিশ্ববিদ্যালয়ে তদন্ত চালাবে বলে সূত্রের খবর। অভিযোগ, সুপ্রিম কোর্টের মামলা লড়তে বিশ্ববিদ্যালয়ের থেকে তহবিল সংগ্রহ করেছে রাজভবন। এই নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে টানাপোড়েন চলছে বলে জানা গিয়েছে। আগেই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়গুলির ভারপ্রাপ্ত উপাচার্যদের উদ্দেশে রাজ্যপালের বিশেষ সচিবের স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে বলা হয়, আচার্যের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা লড়ার ক্ষেত্রে আইনজীবীদের খরচ বিশ্ববিদ্যালয়গুলিকে বহন করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে সমন্বয় গড়ে তুলবে। এজন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে আর্থিক লেনদেনের ভার নিতে হবে। অভিযোগ উঠেছে, রাজ্যপালের সচিবালয়ের ওই চিঠিতে রাজ্যপাল বোসের নির্দেশের কথা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে মামলার জন্য টাকা চাওয়া হচ্ছে। তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি দেয় উচ্চ শিক্ষা দফতর।