ভুয়ো জন্ম শংসাপত্র জমা দিয়ে পাশপোর্ট করতে গিয়ে পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিসের হাতে গ্রেপ্তার হলো দুই যুবক। ধৃতদের নাম পবিত্র মণ্ডল ও মহম্মদ আজারুল ইসলাম। দু’জনেরই বাড়ি কালনা-১ ব্লকে। ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
পুলিস সূত্রে জানা গেছে, কালনার কৃষ্ণদেবপুর রায়পাড়ার যুবক পবিত্র মণ্ডল পাশপোর্ট করতে ডিআই অফিসে নথি জমা দেয়। নথি যাচাই করতে গিয়ে পুলিস জানতে পারে পবিত্রর জমা দেওয়া জন্ম শংসাপত্র ভুয়ো। পুলিস তদন্তে নেমে জানতে পারে তাঁকে ওই ভুয়ো শংসাপত্র পেতে সাহায্য করেছে উত্তর গোয়ারা গ্রামের মহম্মদ আজারুল ইসলাম। এরপরই পুলিস ওই দু’জনকে গ্রেপ্তার করে।
Advertisement
এদিকে ওই দুই যুবককে গ্রেপ্তারের পর পুলিস ভুয়ো নথি তৈরির চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে। পবিত্রর আত্মীয় বিনয় সাধু বলেন, ছোট থেকে পবিত্র মামার বাড়িতে থাকে। ভোটার ও আধার কার্ড সহ সব নথি থাকলেও জন্ম শংসাপত্র ছিল না। আমাদের না জানিয়ে পবিত্র বিদেশে যাবে বলে একজনের পরামর্শে জন্ম শংসাপত্র জোগাড় করে পাশপোর্ট করতে গিয়েছিল। আমরা এই বিষয়ে কিছুই জানতাম না।
Advertisement
Advertisement



