বিধানসভার ভাষণে দুবার ব্ল্যাক আউট, রাজ্যপাল মনে করালেন জরুরি অবস্থার কথা

তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় পাল্টা আক্রমণ শানিয়েছেন জগদীপ ধনখড়ের উদ্দেশে। রাজ্যপাল নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

Written by SNS Kolkata | December 27, 2021 11:30 am

রাজ্যপাল ও বিধানসভার অধ্যক্ষের সংঘাত পৌঁছল নয়া মাত্রায়। দার্জিলিং যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে নেমে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বললেন, ‘আমি দু’বার বিধানসভায় গিয়ে ভাষণ দিয়েছি। দু’বারই আমার জরুরি অবস্থার কথা মনে পড়ে গিয়েছে। কারণ দু’বারই আমার ভাষণ ব্ল্যাকআউট করা হয়।’

রবিবার সকালে অধ্যক্ষের দিকে সরাসরি আঙুল তুলে রাজ্যপাল বলেন, ‘বিধানসভার অধ্যক্ষ নিজের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন নন। আমি দু’বার বিধানসভায় গিয়ে ভাষণ দিয়েছি। দু’বারই আমার জরুরি অবস্থার কথা মনে পড়েছে। কারণ দু’বারই আমার ভাষণ ব্ল্যাকআউট করা হয়েছিল।

প্রথম বার বিধানসভা গিয়েছিলাম ঘুরে দেখতে, তথ্য সংগ্রহ করতে। দেখি তালা ঝুলছে। বিধানসভার অধ্যক্ষের কাছে যত তথ্য চেয়েছিলাম, আজ পর্যন্ত তা পাইনি।

অধ্যক্ষের এমন কার্যকলাপ মেনে নেওয়া যায় না।” প্রত্যাশিত ভাবেই রাজ্যপালের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে শাসক দলের তরফ থেকে।

তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় পাল্টা আক্রমণ শানিয়েছেন জগদীপ ধনখড়ের উদ্দেশে। রাজ্যপাল নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার নির্বাচিত সদস্য। তাঁর প্রতি এই অপমানকর ভাষা ব্যবহার করা যায় না। এটাও রাজ্যপালের জানা নেই।’