• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

উদয়নের জন্য কুড়ি হাজার লাড্ডু

প্রস্তুত হচ্ছে কুড়ি হাজার ঘিয়ে ভাজা লাড্ডু। প্রস্তুত হচ্ছে দিনহাটাও। তুমি আসবে বলেই যেন প্রস্তুত দিনহাটা। কারণ মন্ত্রী হওয়ার পর প্রথম তার দিনহাটায় আসা।

প্রস্তুত দলীয় কর্মী সমর্থকরা। প্রস্তুত হচ্ছে কুড়ি হাজার ঘিয়ে ভাজা লাড্ডু। প্রস্তুত হচ্ছে দিনহাটাও। তুমি আসবে বলেই যেন প্রস্তুত দিনহাটা। কারণ মন্ত্রী হওয়ার পর এই প্রথম তার দিনহাটায় আসা।

ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা প্রয়াত কমল গুহের ছেলে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে মঙ্গলবার দিনহাটায় আসছেন।

Advertisement

পদাতিক এক্সপ্রেসে তিনি বেলা বারোটা নাগাদ নিউ কোচবিহার স্টেশনে এসে পৌঁছবেন। তাকে স্বাগত জানাতে প্রস্তুত দিনহাটা।

Advertisement

ইতিমধ্যেই শহরের প্রধান রাস্তা জুড়ে উদয়ন গুহর নানা প্রকৃতির ছবিসহ বড় বড় হোডিং শহরকে উদয়নময় করে তুলেছে।

এই হোডিং গুলির কোথাও লেখা আছে ‘তুমি আসবে বলে ……’, কোথাও লেখা আছে সুস্বাগতম।

মঙ্গলবার মন্ত্রী উদয়ন গুহকে স্বাগত জানাতে নিউ কুচবিহার স্টেশনে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেস দলের কর্মী সমর্থকরা।

Advertisement