তিন বছর তিন মাস ১৯ দিন পর নিজের বাড়িতে ফিরলেন এসএসসি–র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সিবিআইয়ের চারটি মামলায় পার্থের চূড়ান্ত জামিন মঞ্জুর করেছিলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ। মঙ্গলবার দুপুরে জেল থেকে মুক্তি পেয়ে তিনি বাড়িতে ফিরেছেন। এদিন দুপুর ২টো ২০ নাগাদ বাইপাসের ধারের হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বাইরে বেরিয়ে আসেন বেহালা পশ্চিম কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক পার্থ।
তাঁকে স্বাগত জানাতে হাসপাতাল চত্বরে ভিড় জমান তাঁর অনুগামীরা। স্লোগান ওঠে ‘পার্থদা জিন্দাবাদ’। এই ঘটনায় কেঁদে ফেলেন প্রাক্তন মন্ত্রী। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর না দিলেও পরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পার্থ জানান, ‘আইনের প্রতি আস্থাশীল ছিলাম। প্রাথমিক পর্যায়ে সেই সত্যের জয় হয়েছে। আগামী দিনে সত্যের জয় হবে। আমি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ। যাঁরা আমাকে সৎ মানুষ মনে করে পর পর পাঁচ বার নির্বাচনে জিতিয়েছেন, আমি তাঁদের কাছেই বিচার চাইতে যাব।’
এদিন দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন পার্থ। গাড়িটি তাঁর নাকতলার বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পরই তাঁর অনুগামীরা বাইক নিয়ে পিছন পিছন যান। বাড়িতে পৌঁছতেই পার্থকে বরণ করেন তাঁর ভাইয়ের স্ত্রী। সেই সময় বাড়িতেই ছিলেন পার্থর ভাই ও তাঁর মেয়ে। দীর্ঘদিন পর বাড়িতে ফিরে কেঁদে ফেলেন পার্থ। তাঁর বাড়ির সামনে ভিড় জমান বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তাঁর অনুগামীরা। তবে এই মুহূর্তে কাউকেই বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে সিবিআই তাঁকে হেফাজতে নেয়। কয়েক মাস আগেই সুপ্রিম কোর্ট বলেছিল, সিবিআইয়ের মামলায় বিচারপর্ব শুরু হলেই পার্থ, এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীন জামিন মঞ্জুর করা যাবে।
১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। সোমবার এই মামলায় অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থের জামিন মঞ্জুর করেন। এছাড়াও এসএসসি–র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের চূড়ান্ত জামিন মঞ্জুর করেছেন বিচারক।
অসুস্থতার কারণে প্রেসিডেন্সি সংশোধনাগারের বদলে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ। আদালতের এই সংক্রান্ত নথি প্রথমে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। তারপর সেখান থেকে নথি যায় হাসপাতালে। হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে ফেরেন পার্থ। তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী জানিয়েছেন, জামিন হয়ে গেলেও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করবেন পার্থ। তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
Advertisement