• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জলকর মথুরাপুর সমবায় নির্বাচনে জয় তৃণমূলের

নদিয়া জেলার ভীমপুর থানার জলকর মথুরাপুর সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৮টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

প্রতিনিধিত্বমূলক চিত্র

নদিয়া জেলার ভীমপুর থানার জলকর মথুরাপুর সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৮টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার বিষয়টি স্পষ্ট হতেই সবুজ আবির খেলায় মেতেছেন নেতা–কর্মীরা। এই জয়ের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যপাদ জানিয়েছেন দলের রাজ্য যুব মোর্চার সম্পাদক সুশান্ত মণ্ডল।

গত ১৯ ও ২০ আগস্ট মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূলের ৫৮ জন প্রার্থী। কিন্তু বিরোধীদের কেউ কোনও মনোনয় জমা দেয়নি। সেই কারণে সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। দলের নেতাদের দাবি, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। জলকর মথুরাপর সমবায় সমিতিতে জয় আগামীদিনে তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগাবে। কর্মীদের মনোবল বাড়াতেও সাহায্য করবে। একটি আসনেও প্রার্থী দিতে না পারায় এলাকায় বিজেপির সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

এদিন জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব মোর্চার সম্পাদক সুশান্ত মণ্ডল, ভীমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ বিশ্বাস সহ একাধিক শীর্ষ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই বিষয়ে কার্তিকচন্দ্র ঘোষ জানিয়েছেন, তাঁরা সুন্দরভাবে বোর্ড গঠন করবেন। মানুষ যাতে ভালোভাবে পরিষেবা পান তা গুরুত্ব দিয়ে দেখা হবে।

Advertisement

Advertisement