জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল 

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বার পথে নামছে তৃণমূল। চলতি সপ্তাহের শনি ও রবিবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবে তারা।

Written by SNS Kolkata | February 21, 2021 9:20 am

তৃণমূল (File Photo: IANS)

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বার পথে নামছে তৃণমূল । চলতি সপ্তাহের শনি ও রবিবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবে তারা।

শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সে কথা ঘােষণা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অলিম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি।

তিনি জানান, শনিবার দক্ষিণ কলকাতা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে। যাদবপুর থানা থেকে মিছিল শুরু হবে।

রবিবার বেহালায় মিছিল করবে তৃণমূল। মিছিল শুরু হবে ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড থেকে। 

প্রসঙ্গত, পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাস অগ্নিমূল্য। গত ১১ দিন টানা মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েছে পেট্রল ও ডিজেল। রান্নার গ্যাসের দাম ৮০০ টাকা প্রায় ছোঁয়ার পথে।

এবিষয়ে বৃহস্পতিবারই পৈলান থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে কোনও কাজ করার বদলে মােদি সরকার শুধু পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে বলে তােপ দাগেন তিনি।