রাজ্য মন্ত্রিসভার দুই প্রাক্তন সদস্য সৌমেন এবং রাজীবকে সামনে রেখে তমলুকের নির্বাচন কমিটি গঠন করল তৃণমূল

Written by SNS March 19, 2024 12:39 pm

নিজস্ব প্রতিনিধি— তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য৷ তাঁকে জয়ী করার জন্য রাজ্যের শাসক দলের তৎপরতা ক্রমশ বাড়ছে৷ তমলুক সাংগঠনিক জেলাকে নির্বাচনে শক্তিশালী করতে এই জেলার প্রাক্তন সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ড. সৌমেন মহাপাত্রকে সামনে রেখে নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ সোমবার তমলুক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নির্বাচন কমিটি ঘোষণা করা হয়৷ এই নির্বাচনী কোর কমিটির পর্যবেক্ষক করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷ চেয়ারপার্সন করা হয়েছে তমলুক বিধানসভার বিধায়ক ড. সৌমেন মাহাপাত্র৷ আহ্বায়ক পদে থাকছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরি, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে৷ সহ আহ্বায়ক করা হয়েছে চিত্তরঞ্জন মাইতিকে৷ এছাড়া তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত ব্যানার্জিকে এই নির্বাচন কমিটির সভাপতি করা হয়েছে৷

এছাড়া এক্সিকিউটিভ সদস্য হিসেবে থাকছেন হলদিয়া উন্নয়নপর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, শিবানী দে, আসগর আলি, চন্দন দে, এছাড়া তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নন্দ মিশ্র প্রমুখ৷ সংখ্যালঘু সেলের সভাপতি এবং এসসি এবং ওবিসি সেলের সভাপতিরা থাকছেন সদস্য হিসেবে৷ ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দে, তিনিও এই কমিটির সদস্য৷ এছাড়া হলদিয়া উন্নয়নপর্ষদের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সব সদস্য, ব্লক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সভাধিপতিদেরও কমিটিতে রাখা হয়েছে৷ এর পাশাপাশি, শহরের সব সভাপতি এবং প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদদেরও সামনে রেখে নির্বাচনী গঠন করল তৃণমূল৷