তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব করল ইডি

জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব করল ইডি। সােমবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ইডি সূত্রে খবর।

Written by SNS Kolkata | March 19, 2021 3:22 pm

বিবেক গুপ্ত (ছবি: ফেসবুক@therealvivekgupta)

জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব করল ইডি। সােমবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, সুদীপ্ত সেনের সারদা চিটফান্ড কোম্পানির পত্রিকা ছাপা হত রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিবেকের প্রকাশনা সংস্থায়।

সেই সময়ই সারদার সঙ্গে বিবেকের বেশ কিছু আর্থিক চুক্তি ও লেনদেন হয়েছিল। তিনি সারদার কাছে কত টাকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে কী চুক্তি সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই বিবেককে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘােষণার পর থেকে গত কয়েক দিনে কুণাল ঘােষ, শুভাপ্রসন্ন, পার্থ। চট্টোপাধ্যায়ের মতাে ব্যক্তিকে তলব করেছে ইডি ও সিবিআই। কুণাল ও শুভাপ্রসন্ন ইতিমধ্যেই হাজিরা দিলেও পার্থ এখনও যাননি।