• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নানুরে খুন তৃণমূলের বুথ সভাপতি

তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে

প্রতীকী চিত্র

তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার পাতিসাড়া গ্রামে। স্থানীয়দের একাংশ ও পরিবারের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই খুন হতে হয়েছে ওই বুথ সভাপতিকে। এই ঘটনাট আরও ৪ জন জখম হয়েছেন। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মৃত ব্যক্তির নাম রাসবিহারী সর্দার (৫২)। তিনি নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের পাতিসাড়া গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। শুক্রবার রাতে নানুরের বাসাপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন রাসবিহারী। সেই সময় তাঁর উপর হামলা চলে। অভিযোগ, রাসবিহারীকে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয়। বুথ সভাপতির সঙ্গে আরও ৪ জন তৃণমূল কর্মী ছিলেন। তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় রাসবিহারীকে উদ্ধার করে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিসকরা।
মৃতের ছেলের মানস সর্দারের দাবি, রাসবিহারী কাজল শেখ ঘনিষ্ঠ নেতা। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খানের গোষ্ঠীর লোকজন তাঁর বাবাকে পিটিয়ে খুন করেছে। প্রায়ই বাসবিহারীকে ফোন করে হুমকি দেওয়া হত। অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে চাপ দেওয়া হত। শুক্রবার বাসাপাড়া পার্টি অফিস থেকে বেরিয়ে তিনি বাড়িতে ফিরছিলাম। সেই সময় গ্রামের কাছে কেরিম খানের গোষ্ঠীর লোকজন বুথ সভাপতি সহ ৫ জনকে ধরে বেধড়ক মারধর করে।
রাসবিহারীকে বাঁচাতে গিয়ে মার খান তাঁর ছেলেও। খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর সহ বেশ কয়েকটি থানার পুলিশ।  পুলিশ সূত্রে খবর, গ্রামে নবান্ন তথা অন্নপূর্ণা পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে বিবাদের জেরেই রাসবিহারী খুন হয়েছেন। দু’টি পাড়ার মধ্যে ঝামেলায় এই ঘটনা ঘটেছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। গোটা রাত গ্রামে পুলিশের টহলদারি চলেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

Advertisement