• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সন্তোষপুরে স্টেশন লাগোয়া দোকানে আগুন, ব্যাহত রেল পরিষেবা

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে ৭টা নাগাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কিছু দোকানে আগুন ধরে যায়।

দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে ৭টা নাগাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কিছু দোকানে আগুন ধরে যায়। গোটা চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের চারটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। অগ্নিকাণ্ডের জেরে গোটা স্টেশন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী বলেন, ‘এক নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজের পাশে একটি দোকানে আগুন লেগেছে। সেটি বেআইনিভাবে জায়গা দখল করে তৈরি হয়েছে। আমরা আগেই সেটিকে চিহ্নিত করেছি। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ৭টা ৪০ মিনিট নাগাদ দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে।’ তিনি জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ফের ট্রেন চলাচল শুরু করে সন্তোষপুর স্টেশন হয়ে।

Advertisement

সন্তোষপুর স্টেশন চত্বর লাগোয়া ওই অংশে ছিল একাধিক রেডিমেড জামা-কাপড়ের দোকান। পুজো উপলক্ষে দোকানে তোলা ছিল প্রচুর স্টক। মঙ্গলবার সকালে সেখানে আচমকা আগুন লেগে যায়। সূত্রের খবর, আগুনে কমপক্ষে ১২টি দোকান পুড়ে গিয়েছে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে সাময়িক ভাবে ব্যাহত হয়েছিল রেল পরিষেবাও। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার পরে ফের ট্রেন চলাচল শুরু হয়।

Advertisement

Advertisement