জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে গেল টোটো, কাকদ্বীপে মৃত ২

ভয়াবহ পথ দুর্ঘটনায় কাকদ্বীপে মৃত্যু হল দুই ব্যক্তির। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক জন। বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে, ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে উল্টে যায় একটি টোটো। ঘটনাস্থলেই প্রাণ হারান টোটোচালক অমল দাস (৩৭) ও যাত্রী বুদ্ধদেব দাস (৪৭)। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন বুদ্ধদেবের দাদা, যদিও তাঁর নাম এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে টোটোটিতে করে কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিলেন তিনজন। ওই সময় জাতীয় সড়কের পাশে একটি পোল্ট্রি ফার্মের সামনে দ্রুতগতিতে আসা একটি ছোট ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা মারে টোটোটিকে। সেই ধাক্কায় দুটি গাড়িই রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা অমল ও বুদ্ধদেবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেবের দাদা।


পুলিশ সূত্রে খবর, ঘটনার পরে ছোট ট্রাকের চালক গাড়ি ছেড়ে পালিয়ে যান। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতির কারণেই ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারেন। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে কাকদ্বীপ থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কে ট্রাক ও ছোট গাড়িগুলির বেপরোয়া গতির জন্য প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তাঁরা।