তৃণমূলের ধিক্কার মিছিল

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পথসভা হয়ে গেল ধিক্কার মিছিল। মঙ্গলবার অমিত শাহের রােড শাে’কে কেন্দ্র করে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল, তার শেষ ফলশ্রুতি দাঁড়ায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা।

Written by SNS Kolkata | May 16, 2019 2:11 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পথসভা হয়ে গেল ধিক্কার মিছিল। মঙ্গলবার অমিত শাহের রােড শাে’কে কেন্দ্র করে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল, তার শেষ ফলশ্রুতি দাঁড়ায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা।

এরপর রাতেই বিদ্যাসাগর কলেজে গিয়ে হুংকার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেই মমতা তাঁর মােবাইলের প্রােফাইল পিকচার বদলে বিদ্যাসাগরের ছবি দিয়ে দেন। টুইটার পেজের পােস্টার ওয়ালে কালীমূর্তির চক্ষুদান করার ছবি দেন। এমনকী তৃণমূলের অফিসিয়াল সাইটের প্রােফাইলে বিদ্যাসাগরে ছবি দেওয়া হয়।

বুধবার আগরপাড়ার জনসভা থেকে বেলেঘাটা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেলেঘাটা গান্ধি ভবনে গান্ধি মূর্তিতে মাল্যদান করে শুরু হয় ধিক্কার মিছিল। বেলেঘাটা থেকে শ্যামবাজার পর্যন্ত এই ধিক্কার মিছিলে মমতার সঙ্গে পথ হাঁটেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বেলেঘাটা, মানিকতলা, জোড়াসাঁকো শ্যামপুকুর ছুঁয়ে মিছিল পৌঁছে যায় গন্তবে। সেই মিছিলে যারা মমতার সঙ্গী ছিলেন, তাঁদের কারাে পােশাকের ওপর বিদ্যাসাগরের ছরি ফ্লেক্স প্রিন্ট, কারাে আবার টি-শার্ট গেঞ্জিতেই বিদ্যাসাগরের ফোটো প্রিন্ট।

নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথ হাঁটেন তৃণমূলের নেতা-মন্ত্রী, কর্মী-সমর্থক। ছিলেন সুব্রত বক্সী, শশী পাঁজা, ইন্দ্রনীল সেন প্রমুখ। বিদ্যাসাগরের পােস্টর সঙ্গে নিয়ে ম্যাটাডােরে উঠে ধিক্কার মিছিলে যােগ দেন রাজ্যের বুদ্ধিজীবীরা। ছিলেন নৃসিংপ্রসাদ ভাদুড়ি, শুভাপ্রসন্ন, জয় গােস্বামী, অরিন্দম শীল, সুবােধ সরকার, শাওলী মিত্র, অভিরূপ সরকার, জুন মালিয়া প্রমুখ।

মিছিলে শ্যামবাজারে এসে শেষ হওয়ার পর মিনিট দুয়েক থেকেই চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই শােনা যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পদ থেকে অপসারিত করেছেন। এরপর রাতে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী।