• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

শুভেন্দুকে ডেডলাইন হুমায়ুনের

তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, ক্ষমতায় আসার পর চ্যাংদোলা করে বিধানসভা থেকে রাস্তায় ফেলে দেবেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, ক্ষমতায় আসার পর চ্যাংদোলা করে বিধানসভা থেকে রাস্তায় ফেলে দেবেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারী কে পাল্টা একপ্রকার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়র হুমায়ুন কবীর।

বুধবার হুমায়ুন কবীর বলেন, ‘শুভেন্দু অধিকারী নিজেকে বড় নেতা ভাবছেন, আমি শুভেন্দুকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। উনি মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছেন। কিন্তু আমি বলছি, শুভেন্দুর অত ক্ষমতা নেই যে মুসলিম বিধায়কদের উনি চ্য়াংদোলা করে ছুড়ে ফেলে দেবেন।’ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আমি একজন মুসলিম এলএলএ হিসেবে আপনাকে চ্যালেঞ্জ করছি, এই ৪২ জন বিধায়ক আপনাকে বিধানসভার ভিতরে, আপনার যে ঘর সেখানে বুঝে নেব। আপনি মন্তব্য প্রত্যাহার করুন। না হলে আমরাও বুঝে নেব।’ আরও বলেন, ‘উনি তো শুধু পূর্ব মেদিনীপুরের বিরোধী দলনেতা নন। গোটা রাজ্যের। যেদিন মুর্শিদাবাদে যাবেন সেদিন বুঝিয়ে দেব, মুসলমানের শক্তি কতটা। উনি মুসলিম বিধায়কদের অপমান করবেন আর আমরা কি ওঁকে রসোগোল্লা খাওয়াব?’

প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আগামী বিধানসভা ভোটে বিমান বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব। আর ওঁদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাঁদের চ্যাংদোলা করে ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।’ শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়ক মন্তব্যের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।