• facebook
  • twitter
Monday, 5 May, 2025

বনগাঁর পাঁচ বিধানসভায় ১০ হাজারের বেশি ‘ভূতুড়ে ভোটার’

ভূতুড়ে ভোটার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস।

ভূতুড়ে ভোটার ঘিরে আপাতত সরগরম রাজ্য-রাজনীতি। এরই মধ্যে ভূতুড়ে ভোটার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। মঙ্গলবার বনগাঁয় জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, বনগাঁ সাংগঠনিক জেলার ৫ বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্ট মিলিয়ে দেখার কাজ চলছে। যতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে, তাতে প্রায় ১০ থেকে ১২ হাজার ভূতুড়ে ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে।

তৃণমূল সূত্রে খবর, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং স্বরূপনগর, এই পাঁচ বিধানসভায় ভোটার লিস্ট মেলানোর ২৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১০ থেকে ১২ হাজার ভূতুড়ে ভোটারের খোঁজ মিলেছে। একই এপিক নম্বরের যুক্ত দু’জন ভোটারের খোঁজ মিলেছে। এমন অনেকের নাম ভোটার লিস্টে রয়েছে, যাঁদের এলাকায় কোনও খোঁজই পাওয়া যায়নি। এই গরমিলের বিষয়টি জানিয়ে বনগাঁর এসডিওর কাছে লিখিত অভিযোগ করেছে জেলা তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের দাবি, ভোটার লিস্ট যাচাই করার কাজ পুরোপুরি শেষ হলে ভূতুড়ে ভোটারের সংখ্যা আরও বাড়বে। তবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে ভূতুড়ে ভোটার নিয়ে দিল্লিতে আরও চাপ বাড়াতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ভূতুড়ে ভোটারের অনুসন্ধান চলছে। ভোটার লিস্ট নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন তৃণমূলের নেতা-কর্মী থেকে শুরু করে মন্ত্রীরাও।