• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

আবহাওয়া দপ্তর সূত্রে খবর,গভীর নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ওড়িশা ও ছত্তিসগড়-এর কাছে অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘে ঢাকা। কোথাও হালকা বৃষ্টি হলেও মূল দাপট আসছে বৃহস্পতিবার থেকে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ওড়িশা ও ছত্তিসগড় সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করছে। ধীরে ধীরে সেটি দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর জেরে ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে সতর্কতা জারি হয়েছে। বুধবার খানিকটা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে তার তীব্রতা বাড়বে। শুক্রবার বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গেও একই পরিস্থিতি চলবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়েও ঝড়-বৃষ্টির পরিস্থিতি চলবে।

Advertisement