• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগুনে ভস্মীভূত তিনটি বাড়ি 

রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এলাকায়।

প্রতীকী ছবি (File Photo: IANS)

রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এলাকায়। ঘটনাটি ঘটেছে নন্দকুমার ব্লকের কুমরআড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নামাল গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত্রি প্রায় সাড়ে বারােটা নাগাদ হঠাৎ একটি বাড়ি থেকে আগুন বের হতে দেখেন স্থানীয় মানুষজন। মুহুর্তের মধ্যে কালাে ধোঁয়া গ্রাস করে গােটা এলাকায়। আগুন নেভাতে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় মানুষজন।

Advertisement

নন্দকুমার থানার খবর দেওয়া হলে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দমকলের চেষ্টায় বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানাের আগেই পুড়ে ছাই হয়ে যায় তিনটি বাড়ি। 

Advertisement

বৃহস্পতিবার সকালে ওই পুড়ে যাওয়া বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এলাকায় যান স্থানীয় বিধায়ক সুকুমার দে।

Advertisement