• facebook
  • twitter
Friday, 13 December, 2024

আরজি করের চেস্ট মেডিসিন ওয়ার্ডের নাম ‘অভয়া ওয়ার্ড’ করার দাবি

আগামী ১৮ নভেম্বর ১০ জনের একটি প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে অভিযান করবে। আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে সেখানে তাঁরা ডেপুটেশনও প্রদান করবে।

সম্প্রতি আত্মপ্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যান্য একাধিক ক্ষেত্রে মতের অমিল হলেও আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে দুই সংগঠনই অনড়। এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনে সদস্যদের তরফে চেস্ট মেডিসিন বিভাগের নাম বদলে ”অভয়া ওয়ার্ড” রাখার আর্জি জানানো হল। ওয়ার্ডের নাম পরিবর্তন সহ টাস্ক ফোর্সে সংগঠনের প্রতিনিধি রাখা ইত্যাদি মোট ৯টি দাবিকে সামনে রেখে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন তাঁরা।

এদিন অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, আগামী ১৮ নভেম্বর ১০ জনের একটি প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে অভিযান করবে। আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে সেখানে তাঁরা ডেপুটেশনও প্রদান করবে। পাশাপাশি তাঁদের দাবি, দ্রুত তদন্ত শেষ করতে হবে।

ওয়ার্ডের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে শনিবার সকালে সংগঠনের তরফে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি অফিসে ছিলেন না। অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা বলেন, ”হাসপাতালের মধ্যে যে দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, মানুষের সেবা করতে গিয়ে যে ঘটনা তাঁর সঙ্গে ঘটেছে তাতে আমরা মর্মাহত। যে কারণে আমরা মনে করছি ওই ওয়ার্ডের নাম বদলে যদি ”অভয়া ওয়ার্ড” করা যায়। এই দাবি নিয়ে আমরা আজ প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু উনি অফিসে ছিলেন না। আমরা চাই এই ডিসিশন আলোচনার মাধ্যমে যদি কার্যকর করা যায়। পরদিন যেদিন স্যার থাকবেন ওই দিন আবার আমরা এই দাবিপত্র জমা দেব।”

উল্লেখ্য, চলতি বছর ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে। নির্যাতিতা সেই তরুণী চিকিৎসক চেস্ট মেডিসেন বিভাগে কর্মরত ছিলেন। তরুণীর প্রতি শ্রদ্ধা জানাতে এই বিভাগের নামই বদলে ”অভয়া ওয়ার্ড” করার দাবি উঠল।