পর্যটনের লক্ষ্যে জেলায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী, ইতিহাস বিজড়িত বানগড় পরিদর্শন

প্রতিনিধিত্বমূলক ছবি ( (Photo: iStock)

শিল্পবিহীন দক্ষিন দিনাজপুর জেলাকে দেশের পর্যটন মানচিত্রে সাম্ভব্য স্থান দেওয়ার উদ্যোগ। পর্যটনের সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে জেলার ইতিহাস বিজড়িত গঙ্গারামপুরের বানগড় খনন কেন্দ্রটি পরিদর্শন করলেন দেশের পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং পাটেল।

শনিবার পড়ন্ত বিকেলে তিনি গঙ্গারামপুরের বানগড় কেন্দ্রটি ঘুরে দেখেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার বিজেপি নেতৃত্ব ছাড়াও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মন্ত্রী জানিয়েছে, সমস্ত দিক দেখেছেন। নির্দিষ্ট জায়গায় তিনি কথাগুলি জানাবেন।