ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হয়েছে সেবাশ্রয় ২। এবার প্রকাশিত হল সেবাশ্র ২-এর নিজস্ব থিম সং। ‘জীব সেবায় শিব সেবা’ (মানুষের সেবায় ঈশ্বরের সেবা) দর্শনে ভিত্তি করে তৈরি এই গানটি মনে করায় মানুষ রাজনীতির ঊর্ধ্বে।
এই প্রথম সেবাশ্রয়ের জন্য একটি প্রচারগান তৈরি হয়েছে। যা এই বৃহৎ জনস্বাস্থ্য কর্মসূচির উদ্দেশ্য ও চেতনাকে প্রকাশ করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় গড়ে ওঠা এই উদ্যোগ এবার ফিরে এসেছে নতুন প্রতিশ্রুতি নিয়ে ‘সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার।’ গানটির কথা সহজ এবং মাটির অনুভূতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। গানটিতে ফুটে উঠেছে ভরসা ও নিশ্চয়তা।
Advertisement
Advertisement
Advertisement



