সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার মামলা স্থানান্তর নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ (ক্যাট) এর বক্তব্য শুনবে। সোমবার শীর্ষ আদালত এ কথা জানিয়েছে।
কেন্দ্রের তরফে আবেদন জানানো হলেও এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত। মামলা স্থানাস্তর নিয়ে কলকাতা হাইকোর্টে জয় পেয়েছিলেন আলাপন কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র।
Advertisement
গত সোমবার সপ্তাহের প্রথম শুনানিতে বিষয়টি সম্পর্কে শীর্ষ আদালতকে বিস্তারিত জানানোর জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতের কাছে সময় চেয়ে নিয়েছিলেন।
Advertisement
Advertisement



