১১ জানুয়ারি কলকাতার রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব (আরসিটিসি) গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে ‘দ্য স্টেটসম্যান ভিনটেজ অ্যান্ড ক্ল্যাসিক কার র্যালি, ২০২৬’। ‘দ্য স্টেটসম্যান’ গ্রুপের পক্ষ থেকে সোমবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এই র্যালির কথা জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও কলকাতা পুলিশের সহযোগিতায় প্রতি বছরের মতো এ বছরও এই অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। এ বছর এই কার র্যালি ৫৫তম বছরে পদার্পণ করল।
সোমবার সাংবাদিক ও অন্যান্যদের দেখার ও ছবি তোলার জন্য একটি ভিনটেজ কার প্রেস ক্লাবের বাইরে রাখার ব্যবস্থা করেন আয়োজকরা। তাঁরা জানান, এই গাড়িটি শুধুমাত্র সাংবাদিকদের দেখার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এই ধরনের গাড়িরই র্যালি ১১ তারিখ দেখা যাবে কলকাতার আরসিটিসি গ্রাউন্ডে। ওই দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকাল ৯টা ১০ মিনিটে র্যালির ‘ফ্ল্যাগ অফ’ করবেন জিওসি, ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি।
Advertisement
এই র্যালিতে প্রায় ১৬০টি ভিনটেজ ও ক্ল্যাসিক গাড়ি এবং ৫০টি দুই চাকার যান অংশগ্রহণ করবে। প্রসঙ্গত, ভারতে হেরিটেজ গাড়ির একাধিক প্রদর্শনী হয়ে থাকে, কিন্তু এতগুলি ভিনটেজ ও ক্লাসিক গাড়ি ও দু’চাকার যানের র্যালি আর কোথাও হয় না। কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়িগুলি ঘুরে ফের ফিরে আসবে আরসিটিসি গ্রাউন্ডে। এরপর বিভিন্ন বিভাগে জয়ী গাড়িগুলির জন্য থাকবে পুরস্কার। কোন বিভাগে কোন গাড়ি বিজয়ী হবে, তা বিচার করবেন বিচারকদের একটি দল। এখনও পর্যন্ত এই র্যালির রুট প্রকাশ করা হয়নি। ১১ জানুয়ারি অনুষ্ঠানের দিন সকালে এই রুট প্রকাশ করা হবে। এই ইভেন্টে থাকছে ট্রায়াম্ফ, স্টুডিবেকার, শেভ্রলে, ডজ, ডিসোটোর ইত্যাদি একাধিক গাড়ি। এদের মধ্যে কারও কারওর বয়স ১০০ বছরেরও বেশি। কোনও কোনও গাড়ির সঙ্গে জড়িয়ে আছে নানান কাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের গাড়িও এই র্যালিতে দেখা যাবে। পাশাপাশি থাকছে ব্রিটিশ ব্র্যান্ড অস্টিন, মরিস এবং এমজি–র একাধিক ভিনটেজ ও ক্ল্যাসিক গাড়ি।
Advertisement
কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে এদিন উপস্থিত ছিলেন ‘দ্য স্টেটসম্যান’-এর ইস্ট ইন্ডিয়া রিজিয়নের বিজনেস হেড গোবিন্দ মুখার্জি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. সুমন ভট্টাচার্য, দৈনিক স্টেটসম্যানের কনসাল্টিং এডিটর সৈয়দ হাসমত জালাল, দ্য স্টেটসম্যানের ইভেন্ট ও অ্যাক্টিভেশন হেড নীতীশ কাপুর এবং দৈনিক স্টেটসম্যানের চিফ রিপোর্টার দেবাশিস দাস ও দ্য স্টেটসম্যানের সাব এডিটর তপোজা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন দ্য স্টেটসম্যান ভিনটেজ ও ক্ল্যাসিক কার র্যালি অনুষ্ঠানের সঞ্চালক ড. আনন্দ চন্দ এবং একটি ভিনটেজ গাড়ির মালিক সৌরভ ঘোষ। সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ১৯৬৪ সালে দিল্লিতে প্রথম এই র্যালির আয়োজন করা হয়েছিল। ১৯৬৮ সাল থেকে কলকাতায় এই র্যালিটি আয়োজিত হচ্ছে। র্যালিতে অংশগ্রহণের জন্য কোনও টাকা নেওয়া হয় না। এই র্যালিটি ভিনটেজ ও ক্ল্যাসিক গাড়ির মালিকদের জন্য একটি প্ল্যাটফর্ম। এই ধরনের র্যালি এত নিয়মিত দ্য স্টেটসম্যান গ্রুপ ছাড়া ভারতে আর কেউ আয়োজন করে না।
১১ জানুয়ারি আরসিটিসি গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দ্য স্টেটসম্যানের কলকাতার অফিস থেকে বিনামূল্যে পাস দেওয়া হচ্ছে। ৯ জানুয়ারি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টেটসম্যান অফিসে গিয়ে ইচ্ছুকরা এই পাস সংগ্রহ করতে পারবেন। এই অনুষ্ঠানে গাড়ির প্রদর্শনী ও র্যালি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে নিজের ‘কাকাবাবু’ সিনেমার পুরো টিমকে নিয়ে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ভিনটেজ ও ক্ল্যাসিক গাড়ি সহ গাড়ির মালিকরা ১১ জানুয়ারি সকাল ৮টার মধ্যে আরসিটিসি পোলো গ্রাউন্ডে উপস্থিত থাকবেন। সকাল ৯টা ১০ মিনিটে ফ্ল্যাগ অফ সেরিমনির মাধ্যমে র্যালিটি শুরু হবে। কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরে বেলা ১টায় ফের আরসিটিসি গ্রাউন্ডে ফিরে আসবে গাড়িগুলি। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। প্রতি বছর এই অনুষ্ঠানে ১০–প্রায় ১২ হাজার মানুষের সমাগম ঘটে। থাকে বিভিন্ন খাবারের স্টলও। ওইদিনই দুপুর ৩টায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
Advertisement



