• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের ছুটির তালিকা ঘোষণা করল রাজ্য সরকার

২৩ ও ২৪ তারিখেও শনি ও রবি আছে। মাসের শেষেও, ৩০ নভেম্বর শনিবার। ডিসেম্বর মাস শুরু হচ্ছে রবিবার দিয়ে। ডিসেম্বর মাসে অবশ্য বড়দিন ছাড়া শনি-রবির বাইরে ছুটি একটাই। বড়দিন ২৫ ডিসেম্বর, এবং এ বছর এটি পড়েছে বুধবারে।

নবান্ন। ফাইল চিত্র

অক্টোবর মাসের বেশিরভাগটাই ছিল ছুটির মরশুম। বাঙালির বারো মাসে তেরো পার্বণের সব থেকে বড় উৎসব দুর্গাপুজোও ছিল এই মাসেই। অক্টোবরের শুরুতে গান্ধীজির জন্মদিন থেকে শুরু করে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো সব অনুষ্ঠানেই ছুটির তালিকা ছিল লম্বা। এমনকি অক্টোবরের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর কালীপুজো উপলক্ষেও ছুটি। বস্তুত, সেই দিন থেকেই শুরু হচ্ছে নতুন ছুটির ক্যালেন্ডার। নভেম্বর মাস ৩০ দিনের হলেও এর মধ্যে ১৪ দিনই ছুটি।

রাজ্য সরকার প্রতি বছরই নভেম্বর মাসে পরবর্তী বছরের ছুটির তালিকা অর্থ দপ্তরের মাধ্যমে প্রকাশ করে। এই নভেম্বর মাস ছুটিতে ভরপুর। কালীপুজো উপলক্ষে ৩১ অক্টোবর এবং তার পরের দিন অর্থাৎ ১ নভেম্বর ছুটি হিসাবে ঘোষণা করেছে। অন্যদিকে, এবছরে ভাইফোঁটা যেহেতু রবিবার পড়েছে তাই সোমবারও ভাইফোঁটার জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ, ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি।

মঙ্গলবার ও বুধবার কাজের পর ৭ নভেম্বর ছটপুজো উপলক্ষে বৃহস্পতিবার এবং তার পরের দিন শুক্রবারকেও ছটের ‘অতিরিক্ত ছুটি’ দিয়েছে। তারপর শনি-রবি যোগ করলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিনের ছুটি।

এরপর ফের ১৫ নভেম্বর শুক্রবার গুরু নানকের জন্মদিন এবং তার পরে শনি-রবি মিলে মোট তিন দিনের ছুটি। নভেম্বর মাসে এটাই সবচেয়ে বড় ছুটির সুযোগ। যদিও ২৩ ও ২৪ তারিখেও শনি ও রবি আছে। মাসের শেষেও, ৩০ নভেম্বর শনিবার। ডিসেম্বর মাস শুরু হচ্ছে রবিবার দিয়ে। ডিসেম্বর মাসে অবশ্য বড়দিন ছাড়া শনি-রবির বাইরে ছুটি একটাই। বড়দিন ২৫ ডিসেম্বর, এবং এ বছর এটি পড়েছে বুধবারে।