আবার দুষ্কৃতী তাণ্ডব পশ্চিম বর্ধমান জেলার আসানসােলে। বৃহস্পতিবার দুপুরে উত্তর আসানসােলের রিলায়েন্স মার্কেটের সামনে দুষ্কৃতীদের ছােড়া গুলিতে প্রাণ গেল বন্দুকধারী নিরাপত্তারক্ষী রবিউল মির্ধার। একই ঘটনায় গুরুতর আহত হয়ে আসানসােল জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রশান্ত দেবনাথ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রিলায়েন্স মার্কেটের সেরে টাকা গাড়িতে ছিল। দুদূতীরা সেই টাকা ছিনতাই করতেই দু’টি মােটর সাইকেলে চেপে এসে এই ঘটনা ঘটায়। নিরাপত্তা রক্ষীদের বাধায় দুষ্কৃতীরা টাকা ছিনতাই করতে পারেনি। বাঁধা পেয়ে তারা গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের ছােড়া গুলিতেই এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। দুষ্কৃতীরা সংখ্যায় ছ’জন ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Advertisement
Advertisement
Advertisement



