শিবরাত্রির দিন কালীঘাট থেকে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যদিও নন্দীগ্রাম সফরে বুধবার মমতার আহত হওয়ায় ঘটনায় সে পরিকল্পনা আপাতত স্থগিত।
বর্তমানে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। গেল অর্থাৎ বৃহস্পতিবার তাঁর দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের কর্মসূচিও। কবে তা প্রকাশিত হবে, তা নিয়ে দলের তরফে নিশ্চিত করে কিছু জানানাে হয়নি।
Advertisement
তৃণমূল সূত্রে খবর, নেত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্বাচনী ইস্তেহার প্রকাশের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। কবে তা প্রকাশিত হবে, মমতার সঙ্গে কথা বলেই তা স্থির করা হবে। তবে আগামী সপ্তাহে ইস্তেহার প্রকাশ করার সম্ভানা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।
Advertisement
Advertisement



