নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাপ ক্যাবের এসি কমাতে বলেছিলেন যাত্রী। কিন্তু তাতে কোনও রকম ভ্রুক্ষেপ করেনি চালক। উল্টে যাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ যাত্রীর। অভিযোগকারিণী গাঙ্গুলিবাগানের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে গাঙ্গুলি বাগান থেকে গড়িয়াহাট যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করেন তিনি। তারপর গাড়িতে চেপে রওনা দেওয়ার কিছু পরেই মহিলা ক্যাবের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা কমিয়ে দিতে বলেন। অভিযোগ, যাত্রীর কথায় পাত্তা দেননি চালক। আর তা নিয়েই প্রথমে বচসা বাধে।
পুলিশ সূত্রে খবর, মহিলা যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে গাড়ি থেকে নেমে যান। নেমে আসেন গাড়ির চালকও। অভিযোগ, ভাড়া দিতে চাননি অভিযোগকারিণী। যা নিয়ে রাস্তার মধ্যেই বচসা বাধে চালক ও যাত্রীর মধ্যে। মহিলার দাবি, টাকা না দিতে চাইলে তাঁর গায়ে হাত দেন ওই ক্যাব চালক। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ৩৪ বছরের ক্যাব চলক ললিত চৌপলকে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্ত চালক গড়িয়াহাট এলাকারই বাসিন্দা বলে খবর। এদিন ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



