শুভেন্দুকে কখনােই মর্যাদা দেয়নি দল, দাবি অধীরের

শুভেন্দু অধিকারীর ইস্তফা নিয়ে তােলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে তৃণমূলকে নিয়ে ভবিষ্যত্বাণী করলেন প্রদেশ কগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Written by SNS Delhi | November 28, 2020 1:06 pm

অধীররঞ্জন চৌধুরী (Photo: IANS)

শুভেন্দু অধিকারীর ইস্তফা নিয়ে তােলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে তৃণমূলকে নিয়ে ভবিষ্যত্বাণী করলেন প্রদেশ কগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

শুক্রবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই তিনি বলেন, তৃণমূলের অন্তর্জলী যাত্রা শুরু হল। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিজেপিকে বাংলায় ডেকে এনেছিলেন। বিজেপি বহিরাগত এটা তাঁর মুখে মানায় না। ঠিক যেরকম সাপের ছেলে সাপুড়েকে মরতে হয়, ঠিক তেমনটাই তৃণমূলের ললাটে লেখা রয়েছে।

এদিন অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, অধিকারীকে কোনদিনও মর্যাদা দেয় নি দল। শুধুমাত্র তাকে কাজে লাগিয়েছে। আমিই নন্দীগ্রামের সময় দেখেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছিলেন। শুভেন্দু অধিকারী না থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় , এমনটাই দাবি করেন তিনি।

একইসঙ্গে মাওবাদী নেতা কিষেণজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোটেশ্বর রাও জঙ্গলমহলে তৃণমূলকে বাড়তে সাহায্য করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তাদের এনকাউন্টার ঘটে। এটাই তৃণমূলের স্বভাব।