• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

বিধানসভার প্রস্তাবে নেই ‘অপারেশন সিঁদুর’–এর নাম, ক্ষোভ বিজেপিতে

পহেলগামে জঙ্গি হানা ও তারপর ভারতের প্রত্যাঘাত নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভায় একটি বিশেষ প্রস্তাব পেশ হতে চলেছে।

পহেলগামে জঙ্গি হানা ও তারপর ভারতের প্রত্যাঘাত নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভায় একটি বিশেষ প্রস্তাব পেশ হতে চলেছে। ইতিমধ্যেই সেই প্রস্তাবের কপি হাতে পেয়েছে বিজেপি পরিষদীয় দল। বিরোধী দলের বিধায়কদের অভিযোগ, প্রস্তাবে ‘অপারেশন সিঁদুর’–এর নাম উল্লেখ করা নেই। এই কাজ করে সেনার বীরত্বকে অসম্মান করা হয়েছে।

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। মঙ্গলবার বিধানসভায় পহেলগাম কাণ্ড ও ভারতীয় সেনার প্রত্যাঘাত নিয়ে একটি বিশেষ প্রস্তাব পেশ হতে চলেছে। সম্প্রতি স্পিকারের দপ্তর থেকে প্রস্তাবের একটি কপি বিজেপির পরিষদীয় দলকে পাঠানো হয়। এরপরই শুরু হয় বিতর্ক। প্রস্তাবে অপারেশন সিঁদুরের নাম উল্লেখ করা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি বিধায়করা। এই নিয়ে মঙ্গলবার অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি সূত্রে খবর, এই সংক্রান্ত আলোচনায় জোড়ালো জবাব দিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রস্তাবে যাতে অপারেশন সিঁদুরের নাম সংযোজন করা হয় সেই দাবি জানাবেন তিনি।

Advertisement

এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি পরিষদীয় দলের কথায় বিধানসভার অধিবেশন চলবে না। যে প্রস্তাব আনা হয়েছে তার ভিত্তিতেই আলোচনা হবে। বিজেপি পরিষদীয় দলের কোনও বক্তব্য থাকলে তাঁরা অধিবেশনেই জানাতে পারবেন।

Advertisement

Advertisement