আজ ‘উত্তপ্ত’ দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল

Written by SNS March 21, 2024 1:24 pm

নিজস্ব প্রতিনিধি— রাজনৈতিক অশান্তি চলছে উত্তরবঙ্গের দিনহাটায়৷ লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে গত মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা৷ বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিও-র৷ গত মঙ্গলবার রাতেই সেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি৷ আজ অর্থাৎ বুধবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল৷ আজ দুপুর সাডে় ১২ টার বিমানে তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা হবেন বলে রাজভবন সূত্রে প্রকাশ৷ লোকসভা নির্বাচনে গ্রাউন্ড জিরো থেকে তদারকি করবেন বলে আগেই জানিয়েছিলেন সি ভি আনন্দ বোস৷ যে কোনও সমস্যা কিংবা ঝামেলার পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন রাজ্যপাল, এমনই বার্তা রাজভবনের তরফে এসেছিল৷

ইতিমধ্যে নির্বাচন শুরুর আগে অভিযোগ নিতে বিশেষ সেলও খুলেছেন রাজ্যপাল৷ যেখানে বিভিন্ন অভিযোগ আসতে শুরু করেছে বলে সূত্রের খবর৷ আর এবার ভোটের কয়েকদিন আগে উত্তপ্ত দিনহাটার পরিস্থিতি দেখতে যাচ্ছেন রাজ্যপাল৷ এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে তৃণমূল৷ চলবে বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত৷ যার জেরে এদিন বৃষ্টি ভেজা দিনহাটায় সকাল থেকেই শুনশান রাস্তাঘাট৷ বন্ধ রয়েছে দোকানপাট৷ খুব কম মানুষজন রাস্তায় বেরিয়েছেন৷ যানবাহন প্রায় চলছে না বললেই চলে৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে দিনহাটার চৌপতি এলাকায়৷ দুই মন্ত্রীর সংঘাতে পরিস্থিতি রণক্ষেত্রর আকার নেয়৷ দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ৷ আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গত মঙ্গলবার রাতে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহের মধ্যে প্রথমে বচসা এবং তারপর হাতহাতির খবর ছডি়য়ে পডে়৷ একদিকে বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানা হয়েছে৷

অন্যদিকে, উদয়ন গুহ এক তৃণমূল নেতার বাডি়র অনুষ্ঠানে যোগ দিতে গেলে নিশীথ প্রামাণিক ও তাঁর দলবল এলাকায় উত্তেজনা ছড়ায়৷ রাস্তার উপরেই কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মন্ত্রী সংঘর্ষে জডি়য়ে পডে়ন৷ এদিনের ঘটনায় উওাল হয়ে ওঠে দিনহাটা শহর৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্রর পরিবেশ তৈরি হয়৷ এই ঘটনার পর গতকালই রাস্তা অবরোধ করে বিজেপি৷ পাল্টা বুধবার বনধ ডাকে তৃণমূল৷ আজ রাজ্যপাল কি করেন উত্তরবঙ্গে? তার দিকে তাকিয়ে অনেকেই