খড়িবাড়িতে ‘মৎস্যকন্যা’ ভবনের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

শনিবার খড়িবাড়ি মৎস্য আড়তদার সংগঠনের উদ্যোগে একটি চারতলাবিশিষ্ট কমিউনিটি সেন্টারের উদ্বোধন হল। কমিউনিটি সেন্টারটির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

Written by SNS Kolkata | March 27, 2022 8:38 pm

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Photo: SNS)

শনিবার খড়িবাড়ি মৎস্য আড়তদার সংগঠনের উদ্যোগে একটি চারতলাবিশিষ্ট কমিউনিটি সেন্টারের উদ্বোধন হল। কমিউনিটি সেন্টারটির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, বারাসাত দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ-সভাপতি ইফতিকার উদ্দিন, মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক নিমাই ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ সহ বিশিষ্টজনেরা।

কমিউনিটি সেন্টারটির নাম দেওয়া হয়েছে মৎস্য কন্যা ভবন। এলাকার মানুষ স্বল্প খরচে যেকোনো অনুষ্ঠানে যাতে এই অনুষ্ঠান গৃহ ভাড়া নিতে পারে তার জন্যই এই উদ্যোগ মৎস আড়ৎদার কমিটি নিয়েছে বলে জানান সংগঠনের কর্তারা।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, মৎস্য আড়তদার সংগঠনের উদ্যোগকে স্বাগত। শুধু ব্যবসাই নয়, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে যে কাজ আপনারা করেছেন তা সাধারণ মানুষের কাজে লাগবে।