• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

দুর্গাপুর মহকুমা শাসক করােনা আক্রান্ত

দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে এক আধিকারিক আক্রান্ত হলেও সেই সময় খােদ মহকুমা শাসকের সােয়াব রিপাের্ট নেগেটিভ এসেছিল। কয়েকদিন ধরে জ্বর আর কাশি ছিল তার।

প্রতিকি ছবি (File Photo: iStock)

করােনা আক্রান্ত হলেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে। মঙ্গলবার তার সােয়াব রিপাের্ট পজিটিভ আসে।

বর্তমানে তাকে দুর্গাপুরের বিশেষ কোভিড হাসপাতাল সনকাতে ভর্তি করা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল। এর আগে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে এক আধিকারিক আক্রান্ত হলেও সেই সময় খােদ মহকুমা শাসকের সােয়াব রিপাের্ট নেগেটিভ এসেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে জ্বর আর কাশি ছিল তার বলে সূত্রের খবর।

Advertisement

Advertisement

Advertisement