করােনা আক্রান্ত হলেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে। মঙ্গলবার তার সােয়াব রিপাের্ট পজিটিভ আসে।
বর্তমানে তাকে দুর্গাপুরের বিশেষ কোভিড হাসপাতাল সনকাতে ভর্তি করা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল। এর আগে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে এক আধিকারিক আক্রান্ত হলেও সেই সময় খােদ মহকুমা শাসকের সােয়াব রিপাের্ট নেগেটিভ এসেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে জ্বর আর কাশি ছিল তার বলে সূত্রের খবর।
Advertisement
Advertisement
Advertisement



