• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নন্দীগ্রামে আবৃাসের দলকে না বললাে সিপিএম

প্রথমে নন্দীগ্রাম আসনটি বামেরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছেড়ে দেবে ভেবেছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কৌশল বদল করছে বামেরা।

আব্বাস সিদ্দিকি (Photo: Twitter | @marineravin)

প্রথমে নন্দীগ্রাম আসনটি বামেরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছেড়ে দেবে ভেবেছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কৌশল বদল করছে বামেরা। তৃণমূলের প্রার্থী ঘােষণা করার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আলিমুদ্দিন।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হলে এই আসনটিতে বামেরা নিজেরাই প্রার্থী দেবে। সে ক্ষেত্রে ১৯৯১ সাল থেকে এই আসনে সিপিআইয়ের প্রার্থী দেওয়া যে ট্রাডিশন ছিল তা অব্যাহত থাকে কিনা সেটাই দেখার।

Advertisement

কারণ রাজ্য রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। নবীন আইএসএফকে আসনটি ছেড়ে দিলে লােকে বলবে বামেরা হারের ভয়ে এই আসন ছেড়ে দিয়েছে। মানুষের মাঝে এমন বার্তা যাক চায় না সিপিএম। ফলে শেষ পর্যন্ত নন্দীগ্রাম আসনে বামেদের হয়ে কে লড়ে এখন সেটাই দেখার।

Advertisement

Advertisement