• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিরাপত্তা চেয়ে রাজ্যপালকে চিঠি দিলেন দুর্গাপুরের পুর নিগমের কাউন্সিলর

এবার নিরাপত্তা চেয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিলেন দুর্গাপুর পুর নিগমের কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জি।মেয়র- ইনকাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন।

চন্দ্রশেখর ব্যানার্জি (ছবি: SNS Web)

এবার নিরাপত্তা চেয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিলেন দুর্গাপুর পুর নিগমের কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জি। চিঠিতে তিনি জানিয়েছেন, যেকোনও মুহূর্তে তার ও প্রাণঘাতী হামলা হতে পারে, হামলা হতে পারে তার বাড়িতে। তাই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তার কাছে নিরাপত্তা দেওয়ার কথা জানালেন।

প্রসঙ্গত, দুর্গাপুর পুর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পাশাপাশি মেয়র-ইন কাউন্সিলরও ছিলেন। যদিও মেয়র- ইনকাউন্সিলর পদ থেকে চন্দ্রশেখর ব্যানার্জি পদত্যাগ করেছেন। গত ১৮ ডিসেম্বর অমিত শারে সভা থেকে বিজেপিতে যােগদান করেন শুভেন্দু অধিকারীর হাত ধরেই।

Advertisement

বিজেপিতে যােগদান করার পর বিভিন্নভাবে তাকে সমস্যায় ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন। তাই এবার নিরাপত্তা চেয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে চিঠি দেন চন্দ্রশেখরবাবু।

Advertisement

Advertisement