• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাড়ি বানানোর খরচ কমল শহরবাসীর, পুরসভার নয়া ঘোষণা

যাঁরা বাড়ি করছেন, অনেক সময়েই তাঁরা নিজেরাই জানেন না যে, ঠিক কত টাকা তাঁদের স্যাংশান ফিস দিতে হবে

ফাইল চিত্র

শহরের ছোট ছোট বাড়ি নির্মাণের অনুমোদনের ক্ষেত্রে ফি অনেকটা হ্রাস করল কলকাতা পুরসভা। অনেকটা বেশি হয়ে যাচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ আসছিল পুরসভার কাছে৷ সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার মেয়র ফিরহাদ হাকিম শহরের নতুন সংশোধিত স্যাংশান ফিসের তালিকা প্রকাশ করলেন৷ এদিন ‘টক টু মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে কলকাতা পুরসভার মেয়র জানান, যাঁরা বাড়ি করছেন, অনেক সময়েই তাঁরা নিজেরাই জানেন না যে, ঠিক কত টাকা তাঁদের স্যাংশান ফিস দিতে হবে৷ এমনকী অনেক সময় তাঁদের থেকে বেআইনিভাবে বেশি টাকা নেওয়া হয় বলে জানান খোদ মেয়র৷

এদিনের প্রকাশিত স্যাংশান ফিসের সংশোধিত তালিকা অনুযায়ী, ১ কাঠা জমির মধ্যে যাদের বাড়ি হচ্ছে, তাঁদের স্যাংশান ফিস হবে ৪০ হাজার টাকা৷ ২ কাঠার ক্ষেত্রে তা হবে ৭০ হাজার টাকা৷ আগে ২ লক্ষ ২০ হাজার টাকা ছিল। ৩ কাঠার বাড়ির ক্ষেত্রে, এখন সেই টাকার অঙ্ক কমিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার্য করা হয়েছে৷

Advertisement

এক্ষেত্রে নিজের বসতবাড়ি হলে তবেই এই সুবিধা পাওয়া যাবে৷ প্রোমোটিং কিংবা ব্যাণিজ্যিক উদ্দেশ্যে নির্মাণের ক্ষেত্রে মিলবে না এই সুবিধা৷ সেক্ষেত্রে অতীতে ধার্য ২ লক্ষ ২০ হাজার টাকাই স্যাংশান ফিস হিসাবে বহাল থাকবে৷ এই সিদ্ধান্তে বহু মানুষ উপকৃত হবে বলে আশাবাদী কলকাতা পুরসভা৷

Advertisement

Advertisement