ভােটে অশান্তি এড়াতে হাওড়ায় বিশেষ পুলিশ অফিসার নিয়ােগ করল কমিশন

সিআইএসএফ-এর সুপার অজিত সিং যাদবকে হাওড়া পুলিশ কমিশনারেটকে সহায়তা করার জন্য পাঠানাে হল। ইতিমধ্যে তিনি হাওড়া পৌঁছে গিয়েছেন।

Written by SNS Howrah | April 10, 2021 7:20 pm

নির্বাচন কমিশনের দফতর (File Photo: IANS)

নন্দীগ্রামের মতাে অশান্তির পরিস্থিতি এড়াতে এক আইপিএস অফিসারকে হাওড়াতে পাঠাল কমিশন। সিআইএসএফ-এর সুপার অজিত সিং যাদবকে হাওড়া পুলিশ কমিশনারেটকে সহায়তা করার জন্য পাঠানাে হল।

ইতিমধ্যে তিনি হাওড়া পৌঁছে গিয়েছেন। শনিবার হাওড়ার ৯ টি আসনে ভােটের কাজে তিনি সাহায্য করবেন হাওড়ার পুলিশ কমিশনারকে। এর আগে নন্দীগ্রামে কমিশনের নির্দেশে গিয়েছিলেন আইপিএস নগেন্দ্র ত্রিপাঠী।

এখানে তিনি নিরাপত্তার অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। এদিন হাওড়ার স্পর্শকাতর বিভিন্ন এলাকার কথা মাথায় রেখে অজিত সিং যাদবকে নতুন দায়িত্ব দেওয়া হল। ডােমজুড়, বালি , হাওড়া মধ্যর বিভিন্ন এলাকা কমিশনের নজরে রয়েছে।

ভােটের দিন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা সামাল দিতে কমিশনের এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।