অসুস্থ তরুণ মজুমদারকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

প্রবাদপ্রতিম পরিচালক তরুণ মজুমদারকে দেখতে এসএসকে এম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তরুণ মজুমদার বামপন্থী মতাদর্শের সমর্থক। তা সত্ত্বেও একজন খ্যাতনামা পরিচালকের প্রতি সম্মান দেখাতেই তাঁকে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী ছাড়াও তরুণ মজুমদারকে দেখতে যান বামপন্থী রাজনীতিবিদ কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বসু প্রমুখ।


বুধবার জানা গিয়েছিল, তরুণ মজুমদারের অবস্থা উদ্বেগজনক। তাঁর সেপ্টিসেমিয়া ধরা পড়েছে।

বাড়ছে আচ্ছন্নভাব। এই সংবাদ পাওয়ার পরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই তাঁকে দেখতে ছুটে যান এসএসকেএম-এ।

বিরানব্বই বছরের তরুণ মজুমদারের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। ২০০০ সাল থেকে তাঁর কিডনির সমস্যা ধরা পড়েছিল।

এছাড়া ফুসফুসেরও সমস্যা রয়েছে তাঁর। সঙ্গে ডায়াবেটিসও রয়েছে তাঁর। এসএসকেএম-এ ডাক্তারদের একটা টিম পর্যবেক্ষণে রেখেছে এই বর্ষীয়ান পরিচালককে।

এই টিমে রয়েছেন চেস্ট মেডিসিনের ডাক্তার সোমনাথ কুণ্ডু, মেডিসিনের ডাক্তার সৌমিত্র ঘোষ, নেফ্রোলজিস্ট অর্পিতা চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের ডাক্তার বিমান রায়। মেডিকেল-বিশেষজ্ঞরা জন্য জানিয়েছেন, তরুণ মজুমদারের আচ্ছন্ন ভাব ক্রমশ বাড়ছে।

মস্তিষ্কে চেতনা বজায় রাখার রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম ক্রমশ কমে যাচ্ছে।

ন্যাজাল ক্যানুলা দিয়ে তাঁকে অক্সিজেন পাঠানো হচ্ছে। প্রতি মিনিটে চার থেকে ছয় লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে।