ভাঙড় বিধানসভার নির্বাচনের আগের দিন বােমা উদ্ধার

কাশীপুর ভােগালি অঞ্চলের একটি বাঁশ বাগানের মাটির নীচে ওপরে কাঠের পাটাতন চাপা দেওয়া এক ভ্রাম বােমা উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Written by SNS Baruipur | April 10, 2021 7:57 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

শনিবার নির্বাচনের আগের দিনই শুক্রবার দুপুরে ভাঙড় কাশীপুর ভােগালি অঞ্চলের একটি বাঁশ বাগানের মাটির নীচে ওপরে কাঠের পাটাতন চাপা দেওয়া এক ভ্রাম বােমা উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ বাহিনী।

খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। নিরাপদ জায়গায় রেখে শনিবার সন্ধ্যায় বােমাগুলি নিষ্ক্রিয় করা হয় বারুইপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে। বােমা উদ্ধার হয়েছে বারুইপুরেও।

সূত্রের খবর, বারুইপুর বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের পারুলদহ স্বাস্থ্য কেন্দ্রের পাশে দু ব্যাগ তাজা বােমা পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। এখানকার উদ্ধার হওয়া বােমা গুলিও বম্ব স্কোয়াড় এসে নিষ্ক্রিয় করে।

বারুইপুর পুলিশ জেলাতেই বার বার বােমা পাওয়ার খবরে চিন্তিত এলাকার মানুষ। আজ শনিবারই ভােট ভাঙড় বিধানসভার। ভাঙড়ের ভােট নিয়ে চাপা উত্তেজনা আছে। এবার এখানে ভােটে শাসকদল তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই সংযুক্ত মাের্চার আই এস এফ প্রার্থী ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীর ভাই নৌসাদ সিদ্দিকীর।

দু দল ই দু দল কে প্রচারের ময়দানে হুমকি দিয়ে আসছে। আই এস এফ প্রার্থীর পাশে আছে জোটের শরীক সিপিএমের কর্মী সমর্থকরা। চাপে পুলিশ প্রশাসন। নির্বিঘ্নে ভােট হােক চাইছে ভাঙড়ের সাধারণ মানুষ। বােমা উদ্ধার হােক। বােমার আঘাত যেন আছড়ে না পড়ে।