• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফ্যামিলি পেনশনের পরিমাণ বাড়ল রাজ্যে

মৃত রাজ্য সরকারি কর্মীর সন্তানের প্রাপ্য ফ্যামিলি পেনশনের পরিমাণ বাড়ানো হল। পেনশন প্রাপক সরকারি কর্মীর মৃত্যু হলে তার স্ত্রী/স্বামী ফ্যামিলি পেনশন পান।

প্রতীকী ছবি (Photo: IANS)

মৃত রাজ্য সরকারি কর্মীর সন্তানের প্রাপ্য ফ্যামিলি পেনশনের পরিমাণ বাড়ানো হল। পেনশন প্রাপক সরকারি কর্মীর মৃত্যু হলে তার স্ত্রী/স্বামী ফ্যামিলি পেনশন পান।

ফ্যামিলি পেনশন প্রাপকের মৃত্যু হলে তার সন্তানের নিজস্ব কোনও আয় না থাকলে ২৪ বছর পর্যন্ত পেনশন দেওয়া হয় । পেনশন প্রাপকের স্বামী/স্ত্রী না থাকলেও সন্তান ওই বয়স পর্যন্ত ফ্যামিলি পেনশন পেয়ে থাকেন।

Advertisement

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর এবার সন্তানের ফ্যামিলি পেনশন বৃদ্ধির নির্দেশ জারি করেছে অর্থদফতর। বর্ধিত পেনশন ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

Advertisement

যে সন্তানের বাবা-মা দু’জনেই পেনশন প্রাপক ছিলেন তার ফ্যামিলি পেনশনের সর্বোচ্চ সীমা ১২ হাজার ৭৪৭ টাকা থেকে ৩২ হাজার ৭৬০ টাকা করা হয়েছে। একজন পেনশন প্রাপক হলে সর্বোচ্চ সীমা ৬৮৪৮ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার ৬০০ টাকা করা হয়েছে।

Advertisement