• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

শুক্রবারের মধ্যে আরও কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নামতে পারে। এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে পারদ ।

তীব্র শীতে আগুনে হাত ছেঁকে নিচ্ছেন। প্রতীকী চিত্র

মঙ্গলবার ব্যাকফুটে চলে গিয়েছিল শীত। বুধবার ভোর থেকে ফের কিছুটা কমল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার তাপমাত্রা আরও কিছুটা কমবে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা নেমে যেতে পারে স্বাভাবিকের কাছাকাছি। অর্থাৎ শুক্রবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১২–১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নামতে পারে। এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে পারদ ।

Advertisement

Advertisement

Advertisement