• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দাদার সঙ্গে অভিমান, টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর

দাদার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে মাত্র হাফ কিলোমিটার দূরের একটি মোবাইলের টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক কিশোর।

Photo: Gemini AI

ভাইফোঁটায় পোশাক পড়া নিয়ে দাদার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে মাত্র হাফ কিলোমিটার দূরের একটি মোবাইলের টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি থানার জীবন্তি গ্রামে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে এবং গ্রামে।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবছরও মৃত ওই কিশোরের পাশের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানে ফোঁটা দিতে যাওয়ার আগে দাদার সঙ্গে বচসা হয় ভাই অপূর্ব হাজরার। এরপরই দাদার প্রতি অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যায় অপূর্ব। বাড়ি থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে কান্দি-বহরমপুর রাজ্য সড়কের পাশে মাঠের মধ্যে একটি মোবাইল টাওয়ারের উপরে উঠে পড়ে। যদিও টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার আগে সঙ্গে থাকা মোবাইল থেকে মাকে ফোন করে অপূর্ব। ফোনে মাকে তার কাছে আসার জন্য সে জানায়। এরপরই সে টাওয়ারের আরও উপরে উঠে পড়ে। এলাকার মানুষ কিশোরটিকে টাওয়ারে উঠে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা তাকে নিচে নেমে আসার জন্য বার বার বলতেও থাকে। কিন্তু তারপরও অপূর্ব সেখান থেকে নামেনি। ততক্ষণে তার মা ঘটনাস্থলে চলে এলেও, মাকে দেখা মাত্র সে টাওয়ার থেকে ঝাঁপ দেয় এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে এই চরম সিদ্ধান্ত নিল কিশোরটি, তা খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ।

Advertisement

Advertisement