ট্যারেন্টুলা নামক বিষাক্ত মাকড়সার আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম গােপীবল্লভপরে।আতঙ্কিত গ্রামবাসীরা পিটিয়ে মারে সেটিকে।সােমবার ঝাটিয়াড়া গ্রামের একটি কাঠের মিলে জড় করা কাঠের স্তুপের ভিতর থেকে একটি বড় রোমশ ট্যারেন্টুলা বেরিয়ে আসতে দেখা যায়। স্থানীয় কয়েকজন মিলে এটি দেখার পর অন্যান্যদের ডেকে আনে।বড় ট্যারেন্টুলার সাথে একটি বাচ্চাও ছিল।আতঙ্ক থেকে বড় মাকড়সাটিকে মেরে ফেলে গ্রামবাসীরা।
গ্রামবাসীদের বক্তব্য,গ্রামে যাতে আতঙ্ক না ছড়ায় তাই মেরে ফেলা হয়েছে।বনদফতর সূত্রে জানা গিয়েছে,এই ধরনের মাকড়সাগুলি স্যাতস্যাতে জায়গা এবং নিরালাতে থাকে।বর্ষার আগে এগুলি বের হয়ে আসে।উল্লেখ্য,কয়েক মাস আগেও এই সাকরাইল,জামবনি , ঝাড়গ্রাম সহ বিভিন্ন ব্লকে ট্যারেন্টুলার উপদ্রব সামনে এসেছিল।
Advertisement
এই বিষয়ে ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হােলেইচ্ছি বলেন,এগুলি মাকড়সারই এক প্রজাতি।বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে যাতে এরা মানুষের সংস্পর্শে না আসে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
Advertisement
Advertisement



