বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাপস রায়

Written by SNS March 4, 2024 12:55 pm

কলকাতা, ৪ মার্চ: উত্তর কলকাতা তৃণমূলে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট। দলের দায়িত্বশীল নেতা ও বরানগরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে চলেছেন তাপস রায়। ইতিমধ্যে তিনি আজ দুপুরের আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য রাজ্য বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে ক্ষোভ জানিয়ে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে বোঝানোর জন্য আজ বাড়িতে গিয়েছিলেন ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। কিন্তু কোনও কিছুতেই শেষ রক্ষা হল না।

সম্প্রতি তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। উত্তর কলকাতা লোকসভা আসনে প্রার্থী পদ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন একাধিকবার। তিনি দলে নতুন মুখ তুলে আনার পক্ষপাতী। তাঁর পাশে দাঁড়ান কুণাল ঘোষ। এই নিয়ে জল অনেকদূর গড়িয়ে যায়। কুণাল ঘোষ দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার আবেদন করেন। মুখপাত্র হিসেবে তাঁর পদত্যাগের আবেদন গ্রহণ করা হলেও, সাধারণ সম্পাদক হিসেবে তাঁর আবেদন এখনও গ্রহণ করা হয়নি।

প্রসঙ্গত বাড়িতে ইডি অভিযান নিয়ে প্রতিবাদী হয়ে ওঠেন তাপস রায়। তিনি দাবি করেন, তাঁর বাড়িতে ইডি আসার পিছনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আছে। উত্তর কলকাতার সাংসদকে এর পিছনে চক্রান্তের জন্য দায়ী করেন। এব্যাপারে সৌগত রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলা হয় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও। তিনি বলেন, শেখ শাহজাহানের বাড়িতে ইডি-র হানা নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিবাদী হলেও, তাঁর বাড়িতে ইডি হানা নিয়ে একটি শব্দও খরচ করেননি। এবিষয়ে তাপস রায় বলেন, ‘৫২ দিন আমি মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার স্ত্রী, কন্যাও ডাক পাইনি। উনি সকলের পাশে দাঁড়িয়ে যান। আমিও আশা করেছিলাম ক্রিয়েটেড ইডি রেইডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিন্তু পাশে পাইনি।’

এদিকে সৌগত রায় দমদম লোকসভায় প্রার্থী হলে তাঁর হয়ে ভোট প্রচারে সহযোগিতা করেন তাপস রায়। কিন্তু সেই সৌগত রায়ও তাপসের বাড়িতে ইডি হানা নিয়েও নীরব থাকায় তীব্র মর্মাহত হন।