কলকাতা হাই কোর্টের রায়কে মান্যতা দিল দেশের সুপ্রিম কোর্ট। প্রাক্তন মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর নিয়োগকে ‘সন্দেহজনক’ আখ্যা দিয়ে অঙ্কিতার চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদনকে খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। এর আগে এই সংক্রান্ত মামলায় অঙ্কিতার নিয়োগ অবৈধ জানিয়ে খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি যাওয়ার প্রায় আড়াই বছর পর আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। এদিন সেই মামলারশুনানি হয়।
উল্লেখ্য, কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের তৎকালীন স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি ৪৩ মাস চাকরি করেছেন। এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর তাঁর নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। বাবার সুপারিশেই অঙ্কিতা যোগ্য নম্বর না পেলেও চাকরিতে যোগ দেন বলে অভিযোগ।
পরেশের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কিতাকেও ডেকে পাঠায় সিবিআই। কিন্তু তিনি হাজিরা এড়ান। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারী স্কুলে ঢুকবেন না। বাতিল হয় তাঁর চাকরি। নির্দেশ দেওয়া হয়, ৪৩ মাস স্কুলে চাকরি করাকালীন যে বেতন পেয়েছেন তিনি, তার সমস্ত অর্থ হাই কোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে ফিরিয়ে দেবেন।
কিন্তু শীর্ষ আদালত থেকেও খালি হাতে ফিরতে হলো অঙ্কিতাকে। তার রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, অঙ্কিতার নিয়োগ শুধু সন্দেজনকই নয়, অনৈতিকও।