• facebook
  • twitter
Friday, 1 August, 2025

বজবজের ঘটনার প্রতিবাদে লোকসভার স্পিকারকে চিঠি সুকান্তর

বজবজে বিক্ষোভের প্রতিবাদে স্বাধিকারভঙ্গের অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বজবজে বিক্ষোভের প্রতিবাদে স্বাধিকারভঙ্গের অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। চিঠিতে জীবনহানির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বজবজের ঘটনার জন্য স্পিকারের কাছে জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সুকান্ত। অভিযোগ খতিয়ে দেখে প্রিভিলেজ কমিটিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

চিঠিতে সুকান্ত অভিযোগ করেছেন, বজবজে তাঁর কনভয়ের উপর হামলা চালানো হয়েছিল। এই হামলার ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন তিনি। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন। সুকান্ত বজবজে যাবেন তা জানা সত্ত্বেও এলাকায় উপস্থিত ছিলেন না ডায়মন্ড হারবারের এসডিপিও। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুকান্তর অভিযোগ, একজন সাংসদের স্বাধীকারভঙ্গ করে সংসদের অপমান করা হয়েছে। বিষয়টি সংসদের প্রিজিলেজ কমিটির কাছে পাঠানোর আর্জি জানিয়েছেন সুকান্ত।

উল্লেখ্য, রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় জখম বিজেপি কর্মীকে দেখতে বৃহস্পতিবার বজবজে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। পোপপাড়া এলাকায় সুকান্তর কনভয় ঘিরে চোর চোর স্লোগান ও গালিগালাজ করার অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে চপ্পল ছোঁড়া হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন সুকান্ত।