• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

যাদবপুর ইউনিভার্সিটি চত্বর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার

পড়ুয়ারা জানিয়েছেন, মৃতের নাম অনামিকা মণ্ডল। বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিষয়ের স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের ক‍্যাম্পাস থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠান চলাকালীন ওই ছাত্রীর দেহ পুকুরে ভাসতে দেখা যায়। পড়ুয়ারা জানিয়েছেন, মৃতের নাম অনামিকা মণ্ডল। বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিষয়ের স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। তাঁর বাড়ি বেলঘরিয়া নিমতা এলাকায়। কী ভাবে তাঁর মৃত্যু হল, এখনও স্পষ্ট নয়। যাদবপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই অবাধে চলে মদ্যপান। তাঁদের দাবি, ‘এটি স্বাভাবিক মৃত্যু নয়। স্থায়ী সিসিটিভি ও পুলিশ পোস্ট না থাকায় এই বিপত্তি বারবার ঘটছে।’ সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘দু’বছর আগে স্বপ্নদীপ, আজ অনামিকা। দায় এড়াতে পারে না যারা সিসিটিভির বিরোধিতা করে।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বারা মনোনীত স্থায়ী উপাচার্যের দাবি তুলেছে টিএমসিপি। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক কচকচানিই তৃণমূলের চরিত্র প্রকাশ করছে।’

Advertisement

Advertisement

Advertisement